Sambad Samakal

TET Scam: ২০১২-র টেটেও দুর্নীতি! কোন জেলায় কত চাকরি দিয়েছিলেন অয়ন?

May 9, 2023 @ 10:37 am
TET Scam: ২০১২-র টেটেও দুর্নীতি! কোন জেলায় কত চাকরি দিয়েছিলেন অয়ন?

শুধুমাত্র ২০১৪ নয়, ২০১২ সালের টেট পরীক্ষাতেও হয়েছিল ব্যাপক দুর্নীতি! সম্প্রতি নিজেদের পেশ করা চার্জশিটে এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীদের দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে রাজ্যের একাধিক জেলা থেকে বিপুল পরিমাণে টাকা তুলেছিলেন অয়ন শীল। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিলেন কুন্তল ঘোষ! এমনই তথ্য রয়েছে চার্জশিটে।

ইডির তদন্তকারীদের দাবি, কলকাতা সহ মোট ১০টি জেলাী প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। যার মধ্যে সবথেকে বেশি সংখ্যা ছিল বীরভূম জেলার। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে আগেই ৩৪৬ জন চাকরিপ্রাপকের তালিকা উদ্ধার করেছিল ইডি।

Related Articles