Sambad Samakal

2000 Notes: দু’হাজারের নোট বদলাতে লাগবে বিশেষ ফর্ম-নথি! কী জানাল স্টেট ব্যাঙ্ক?

May 21, 2023 @ 6:34 pm
2000 Notes: দু’হাজারের নোট বদলাতে লাগবে বিশেষ ফর্ম-নথি! কী জানাল স্টেট ব্যাঙ্ক?

ব্যাঙ্কে গিয়ে ২ হাজার টাকার নোট বদলাতে লাগবে বিশেষ ফর্ম-নথি! সাধারণ মানুষের মধ্যে থাকা বিভ্রান্তি কাটাতে সঠিক তথ্য জানিয়ে দিল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

শুক্রবারই বাজার থেকে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। জানানো হয়েছে, যে কোনও ব্যাঙ্কে গিয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার টাকার নোটগুলি বদলে নেওয়া বা জমা দেওয়া যাবে। আর তারপর থেকেই একাধিক ভুয়ো তথ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এবার সেই বিভ্রান্তি কাটাতে আসরে নামল এসবিআই।

জানানো হয়েছে, ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে ২ হাজার টাকার নোট বদলাতে গেলে আলাদা করে কোনও বিশেষ ফর্ম পূরণ করতে হবেনা বা কোনও ধরনের নথি জমা দিতে হবেনা। কেবলমাত্র আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, একবারে ১০টির বেশি ২ হাজার নোট বদলানো বা জমা করা যাবেনা। অর্থাৎ একলপ্তে সর্বোচ্চ ২০ হাজার টাকা বদলানো বা জমা দেওয়া যাবে। অতিরিক্ত ফর্ম পূরণ বা নথি জমা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Related Articles