Sambad Samakal

Landslide: আচমকা ধস! কেন গ্রাম জুড়ে তৈরি হচ্ছে গভীর সুড়ঙ্গ?

May 28, 2023 @ 5:11 pm
Landslide: আচমকা ধস! কেন গ্রাম জুড়ে তৈরি হচ্ছে গভীর সুড়ঙ্গ?

আচমকাই নামছে ধস। সৃষ্টি হচ্ছে কয়েক ফুটের গভীর সুড়ঙ্গ। কোনও একটি জায়গায় নয়, গ্রাম জুড়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে এমন ১০-১২টি গভীর সুড়ঙ্গ। পূর্বস্থলীর মুসকিম পাড়া পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আশঙ্কা গ্রামের আরও বিভিন্ন জায়গায় মিলতে পারে এমন বিপদজনক সুড়ঙ্গ বা গভীর গর্ত।

গ্রামবাসীদের আশঙ্কা, দিন দিন যেভাবে আচমকাই এমন গভীর সুড়ঙ্গ মিলছে, তাতে বসত বাড়ি, চাষের জমি মাটির অতলে চলে যাবে। তাছাড়া বাড়ির বাচ্চারা যে কোনো সময় খেলতে খেলতে সুরঙ্গে তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা। একইভাবে দুশ্চিন্তা বাড়ছে গবাদি পশুদের নিয়েও।
ভুতত্ববিদের কেউ কেউ বলছেন, এই এলাকায় গ্রীষ্মকালীন ব্যাপক চাষ হওয়ায় মাটির নিচে থাকা ভৌম জল তুলে নেওয়ার মাটির এই গভীর ধস।

Related Articles