Sambad Samakal

Abhisek: মামলা করুন! পটাশপুরে শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে কী বললেন অভিষেক?

May 30, 2023 @ 9:43 pm
Abhisek: মামলা করুন! পটাশপুরে শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে কী বললেন অভিষেক?

“শুভেন্দু অধিকারী ঘুষ নিয়েছিলেন। ভারতীয় রাজনীতির ইতিহাসে শুভেন্দু অধিকারী সব থেকে বড় বিশ্বাসঘাতক।” তৃণমূলে নব জোয়ার প্রচার কর্মসূচির ৩৪তম দিনে, পূর্ব মেদিনীপুরের মাটিতে পা রেখে বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পটাশপুরের জনসভার মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, “সরাসরি ওঁর নাম নিয়েই বলছি। তিনি চাইলে এই মন্তব্যের জন্য আমার বিরুদ্ধে মামলা রুজু করতে পারেন।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘মীরজাফর নিজেকে সিবিআই, ইডির হাত থেকে বাঁচাতে বিজেপিতে নাম লিখিয়েছেন। কিন্তু, এভাবে তিনি মানুষের আবেগ কিনতে পারবেন না। মানুষ তাঁকে যোগ্য জবাব দিয়েছেন, জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ন’টিতেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন।’’ এদিন অভিষেকের কথায় উঠে আসে মেদিনীপুরের সংগ্রামী ইতিহাসের প্রসঙ্গও। বলেন, ‘‘মেদিনীপুরের ইতিহাস গৌরবময়। স্বাধীনতা আন্দোলনে এখানকার মানুষের অবদান অনস্বীকার্য। এই অধ্যায় আজও বিরাজমান। এই মেদিনীপুরেরই সন্তান ছিলেন বীরেন্দ্রনাথ শাসমলের মতো মহান ব্যক্তিত্ব। তিনি একজন প্রকৃত দেশপ্রেমী ছিলেন। আর এর ঠিক উল্টোদিকে রয়েছেন, আজকের মীরজাফর। যিনি তাঁর দিল্লির প্রভুদের খুশি করতে অমিত শাহের পদলেহন করছেন।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যে বাদ যায়নি নন্দীগ্রাম আন্দোলনের কথাও। বলেন, ‘‘পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে সিপিএমের বিনাশ শুরু হয়েছিল। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। এবং সেই একই জায়গা থেকে বিজেপিরও বিনাশ শুরু হবে।’’

Related Articles