Sambad Samakal

Mamata: রাজ্য সরকারের বিভিন্ন পদে লক্ষাধিক নিয়োগ! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

May 30, 2023 @ 6:49 pm
Mamata: রাজ্য সরকারের বিভিন্ন পদে লক্ষাধিক নিয়োগ! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগেই লক্ষাধিক রাজ্য সরকারি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, আগামী দু-এক মাসের মধ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষক পদে ১১ হাজার, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫০০ শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে। এছাড়াও রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ২ হাজার ২০০ অধ্যাপক পদেও নিয়োগ করা হবে।

অন্যদিকে মমতা জানিয়েছেন, ২০ হাজার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে। এক্সাইজ কনস্টেবল পদে নেওয়া হবে ৩ হাজার ব্যক্তিকে। রাজ্য সরকারি গ্রুপ ডি শূন্যপদে ১২ হাজার নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে নিয়োগ হবে ৩ হাজার।

স্বাস্থ্য ক্ষেত্রেও এদিন বিপুল পরিমাণে নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স, ৭ হাজার আশা কর্মী, ২ হাজার কমিউনিটি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে ৯ হাজার ৪৯৩ জন, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ১৩ হাজার ৯২৬ জন নিযুক্ত হতে চলেছেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন সরকারি পদে ১৭ হাজার কর্মী নিয়োগ করবে রাজ্য।

Related Articles