Sambad Samakal

Abhisek Banerjee: গদ্দার হটাও, নন্দীগ্রাম বাঁচাও! ধর্মীয় দূষণের কাঁটা সরাতে শুভেন্দু গড়ে কী বললেন অভিষেক?

Jun 1, 2023 @ 9:58 pm
Abhisek Banerjee: গদ্দার হটাও, নন্দীগ্রাম বাঁচাও! ধর্মীয় দূষণের কাঁটা সরাতে শুভেন্দু গড়ে কী বললেন অভিষেক?

“রাজনীতিকে ধর্মীয় দূষণের কাঁটা মুক্ত করতে হবে। রাজনৈতিক লড়াই হবে রোটি কাপড়া মকানের অধিকার প্রতিষ্ঠার দাবিতে।” বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের জনসভায় বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভ্যাপসা গরম উপেক্ষা করেই এদিন তাঁর ঘামে ভেজা শরীরী ভাষা যেন ঝলসে উঠছিল সূর্যের তেজে। শুভেন্দু গড়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী অভিষেকের দাবি, “এই নব জোয়ারেই ধর্মীয় দূষণ ভেসে যাবে।” এরপরেই সরাসরি নাম করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান তোলেন তিনি। আওয়াজ তোলেন, “গদ্দার হটাও নন্দীগ্রাম বাঁচাও, দিল্লির দালালদের হটাও নন্দীগ্রাম বাঁচাও, শুভেন্দু হটাও নন্দীগ্রাম বাঁচাও।”

এদিনও তাঁর বক্তব্যে নন্দীগ্রাম তথা সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক গুরুত্বের কথা উঠে আসে বারবার। আগের দিনের কথার রেশ টেনেই পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনেও এই জেলা থেকেই “বিজেপির শেষের শুরু” হবে বলে দাবি করেন অভিষেক।

Related Articles