Sambad Samakal

Wrestlers Protest: কুস্তিগিরদের পাশে কপিল দেব-গাওস্কররা! কী জানাল ৮৩’র বিশ্বকাপজয়ী দল?

Jun 2, 2023 @ 5:49 pm
Wrestlers Protest: কুস্তিগিরদের পাশে কপিল দেব-গাওস্কররা! কী জানাল ৮৩’র বিশ্বকাপজয়ী দল?

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অনমনীয় আন্দোলন চালাচ্ছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরং পুনিয়ারা। এবার তাঁদের পাশে দাঁড়াল ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল। কপিল দেব, সুনীল গাওস্কররা, এক বিবৃতিতে আন্দোলনকারী কুস্তিগিরদের কাছে পদক গঙ্গার জলে না ফেলার অনুরোধ করেছেন।

বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রজার বিনি সহ ৮৩’র বিশ্বকাপজয়ী দলের পক্ষ থেকে বলা হয়েছে, “কুস্তিগিরদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, তা দেখে আমরা মর্মাহত। সাক্ষী, ভিনেশ, বজরংরা দেশের গর্ব। বহু কষ্টার্জিত পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার মত বড় পদক্ষেপ যাতে তারা না নেন। আমরা আশা করি দ্রুত সুবিচার হবে। দেশের আইনের ওপরে ভরসা রাখুক আন্দোলনকারীরা।”

প্রসঙ্গত, এদিন আন্দোলনকারী কুস্তিগিরদের বিরুদ্ধে অযোধ্যায় ব্রিজভূষণ শরণ সিংয়ের প্রতিবাদ-ধর্ণার অনুমতি দিলনা যোগী সরকার।

Related Articles