Sambad Samakal

ISC, ICSE Result: আইএসসি, আইসিএসই-র ফলপ্রকাশের দিন ঘোষণা করল বোর্ড, রেজাল্ট জানতে কী করবেন?

May 5, 2024 @ 7:53 pm
ISC, ICSE Result: আইএসসি, আইসিএসই-র ফলপ্রকাশের দিন ঘোষণা করল বোর্ড, রেজাল্ট জানতে কী করবেন?

সাধারণত আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল একসঙ্গেই প্রকাশিত হয়।সেই ধারা বজায় রেখে এবছরও আইএসসি এবং আইসিএসই-র ফলপ্রকাশ হচ্ছে একই দিনে। রবিবার বোর্ড জানিয়ে দিল, সোমবারই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের আইএসসি, আইসিএসই-র ফলাফল। সকাল ১১টায় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। তারপর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে, সেখান থেকে পরীক্ষার্থীরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন। cisce.org – এই ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন। সোমবার সকাল ১১টা থেকেই ফলাফল জানা যাবে। cisce.org -এই ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা নিজেদের UID নম্বর দিলেই রেজাল্ট দেখতে পাবেন।

Related Articles