প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি সরাইঘাট এক্সপ্রেসে। শুক্রবার পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ে। ফলে সন্ধে ৬ টা থেকে রেল গেট আটকে দাঁড়িয়ে যায় হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। রেল যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে পড়তে পারেন সড়ক পথের যাত্রীরাও। দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় নামে রেল।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>