Sambad Samakal

Tapas Das: প্রয়াত মহীনের ‘আদি ঘোড়া’ তাপস দাস, শোকস্তব্ধ সঙ্গীত জগত

Jun 25, 2023 @ 1:01 pm
Tapas Das: প্রয়াত মহীনের ‘আদি ঘোড়া’ তাপস দাস, শোকস্তব্ধ সঙ্গীত জগত

রবিবার সকালে প্রয়াত হলেন ‘মহীনের ঘোড়াগুলি’র আদি ঘোড়া তাপস দাস ওরফে বাপী দা। মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে হার মানলেন তিনি। এই দুঃসংবাদে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত মহল।

সত্তরের দশকে বাংলা গানের মোড় ঘোরানোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি। প্রেসিডেন্সি কলেজের ছাত্র গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে যায় মহীনের ঘোড়াগুলি। সেই বাংলা ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাপী দা ওরফে বাপি দাস।

তাঁর লেখা ও সুর করা একাধিক জনপ্রিয় গান এখনও কার্যত জেন ওয়াইয়ের মুখে মুখে ঘোরে। ইতিমধ্যেই বাপী দাসের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলা সঙ্গীতজগতের তাবড় ব্যক্তিত্ব।

Related Articles