Sambad Samakal

BJP: চাকরিহারা যোগ্য প্রার্থীদের জন্য পোর্টাল চালু বিজেপির

May 9, 2024 @ 1:12 pm
BJP: চাকরিহারা যোগ্য প্রার্থীদের জন্য পোর্টাল চালু বিজেপির

কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হওয়া এসএসসি-র ২৬ হাজারের প্যানেলে চাকরিহারা যোগ্য প্রার্থীদের আইনি সাহায্য দিতে অনলাইন পোর্টাল চালু করল বিজেপি। বর্ধমানের তালিতে নির্বাচনী জনসভা থেকেই রাজ্য বিজেপিকে এই পোর্টাল চালুর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচদিনের মাথায় চালু হল সেই পোর্টাল। যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা, যারা মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছিলেন তাঁরা ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে নথিপত্র জমা করলে বিজেপির লিগাল সেল তাঁদের সহযোগিতা করবে। বুধবার বর্ধমানে জেলা বিজেপি কার্যালয় থেকে পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ‌্যসভার সাংসদ তথা দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। একইসঙ্গে এদিন একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ওই পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনও সমস্যা হলে হেল্পলাইন নম্বরে ফোন করে সহায়তা নেওয়া যাবে। মিলবে আইনি পরামর্শও।
বিজেপির আইটি বিশেষজ্ঞ জয় মল্লিক জানান, www.bjplegalsupport.org পোর্টালে যোগ্য প্রার্থীরা রেজিস্ট্রেশন করে তথ্য জমা দিতে পারবেন। তিনি বলেন, “ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে তথ্য আপলোড করতে হবে। তা আমাদের লিগাল টিমের কাছে যাবে। তারা সেটা স্ক্রুটিনি করে দেখবেন। তারপর সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবেন।” এই কাজে কোনও সমস্যা হলে ৯১৫০০-৫৬৬১৮ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।

Related Articles