সন্দেশখালি স্টিং কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।
এদিন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ নির্বাচন সদনে গিয়ে একটি স্মারকলিপি কমিশনের কাছে জমা দেন। তাতে দাবি করা হয়েছে, সন্দেশখালিতে ষড়যন্ত্র করার অপরাধে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক। পাশাপাশি ভাইরাল ভিডিওগুলোতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের পুলিশি তদন্তের মুখোমুখি করা হোক।
প্রসঙ্গত, এদিনই সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পিকে হাজিরা দেওয়ার জন্য নেটিশ ধরিয়েছে সন্দেশখালি থানার পুলিশ। এখন দেখার তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে সন্দেশখালি কাণ্ডে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নেয় কি না।