বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। যদিও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে৷ ঝড়-বৃষ্টির জেরে কলকাতা সহ আশেপাশের জেলার তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই কমেছে। ফলে অন্তত সাময়িক ভাবে স্বস্তি পেয়েছে আম জনতা।