দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্ত্রী। শেষকৃত্যের জন্য প্যারেলো জেলের বাইরে আসেন তিনি। শুক্রবার শর্তসাপেক্ষে সেই প্যারোলের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট।
এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ১৬ জুলাই পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন কালীঘাটের কাকু। ১৭ জুলাই তাঁকে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। ইডির তদন্তকারীদের জানিয়ে পুলিশি নিরাপত্তায় স্ত্রীর শেষকৃত্যের যাবতীয় কাজ করতে পারবেন তিনি।