বরাবরই নতুন নতুন চমক দিতে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে আচমকাই দিল্লি মেট্রোয় উপস্থিত হয়ে এমনই এক চমক দিলেন তিনি। এদিন সকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচী ছিল প্রধানমন্ত্রী মোদির।
তবে দেখা যায় নিরাপত্তারক্ষীদের নিয়ে গাড়ি ছেড়ে দিল্লির মেট্রে স্টেশনে পৌঁছে যান মোদি। নিজের হাতে কাউন্টার থেকে টিকিট কেটে মেট্রোয় ওঠেন। যাত্রাপথে সাধারণ যাত্রীদের পাশে বসে খোশগল্প করতেও দেখা যায় মোদিকে। এমনকী সাধারণ মেট্রো যাত্রীদের নিয়মিত ঠিক কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেই সব বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী।