মঙ্গলবার সকাল থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলার ৪টি লোকসভা কেন্দ্রে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে ভোটদান পর্ব চলছে।
এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রের একাধিক এলাকা থেকে। রানিনগরে মরিচা নিচুপাড়ায় বাম-কংগ্রেস জোট সমর্থক এক দম্পতিকে ভয় দেখাতে বাড়ির পেছনে কবরস্থানে বোমা ফাটানো হয় বলে অভিযোগ। এছাড়াও একাধিক এলাকায় সিপিএমের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। জোট প্রার্থী মহম্মদ সেলিম নিজে গিয়ে কয়েকটি বুথে এজেন্টদের বসান।