জঙ্গিপুরে বুথের বাইরে তৃণমূল কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। আর এই ঘটনায় ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, তৃণমূলের বুথ সভাপতি গৌতম ঘোষের সঙ্গে হাতাহাতি হয়েছিল বিজেপি প্রার্থীর। তাঁর অভিযোগ ছিল, বুথের বাইরে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল সভাপতি। তাই অবিলম্বে বুথের সামনে থেকে সরে যেতে হবে।