ওড়িশার বালেশ্বরে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় তিন রেলকর্মীকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, শুক্রবার গ্রেফতার হওয়া এই তিন জনের বিরুদ্ধে হত্যা এবং প্রমাণ ধ্বংসের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ধৃত ৩ জনের নাম অরুণ কুমার মহন্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার। এঁদের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং প্রমাণ ধ্বংসের ধারায় মামলা রুজু করা হয়েছে। সিবিআই এর দাবি, এই তিন রেলকর্মীর কার্যকলাপের জেরেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এবং এরকম কিছু যে ঘটতে পারে, সে ব্যাপারে তাঁরা ‘ওয়াকিবহাল’ ছিলেন। উল্লেখ্য, দুর্ঘটনার এক মাস ৫ দিনের মধ্যেই এই গ্রেফতারি।