Sambad Samakal

Dengue: রাজ্যে চলতি মরসুমে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কত? বিধানসভায় কী জানালেন মুখ্যমন্ত্রী?

Jul 31, 2023 @ 12:55 pm
Dengue: রাজ্যে চলতি মরসুমে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কত? বিধানসভায় কী জানালেন মুখ্যমন্ত্রী?

রাজ্যে চলতি মরসুমে ডেঙ্গির বাড়বাড়ন্তে আতঙ্কিত সকলেই। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভা অধিবেশনে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তথ্য-পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এবছর এখনও পর্যন্ত মোট ৪ হাজার ৪৪১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গি আক্রান্তদের মধ্যে প্রায় আড়াই হাজার রোগীর চিকিৎসা হয়েছে সরকারি হাসপাতালে।

এদিন বিধানসভায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বেসরকারি হাসপাতালগুলোকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, টাকার কথা চিন্তা না করে আগে রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles