Sambad Samakal

Kuntal Ghosh: ইডি চাপ দিয়ে মিথ্যে কথা বলিয়েছে! প্রমাণ হাতে বিস্ফোরক কুন্তল

Aug 7, 2023 @ 2:02 pm
Kuntal Ghosh: ইডি চাপ দিয়ে মিথ্যে কথা বলিয়েছে! প্রমাণ হাতে বিস্ফোরক কুন্তল

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে ধৃত কুন্তল ঘোষ ফের একবার বিস্ফোরক অভিযোগ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে! সোমবার আদালতে পেশ করা হয় কুন্তলকে।

পুলিশের গাড়ি থেকে নামার সময়ে হাতের সাদা খাম দেখিয়ে সংবাদকর্মীদের উদ্দেশে কুন্তল বলেন, “ইডি যেভাবে চাপ দিয়ে মিথ্যে কথা বলিয়েছে এগুলো তারই প্রমাণ। সব নিয়ে এসেছি। আদালতে দেখাবো।”

যদিও ঠিক কী ধরনের প্রমাণ নিয়ে কুন্তল ঘোষ আদালতে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এর আগেও জেরার সময়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন কুন্তল।

Related Articles