১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা সহ কেন্দ্রীয় বকেয়া অর্থ পেতে আগামী ২ ও ৩ সেপ্টেম্বর দিল্লি চলো’র ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার থেকেই বাসে করে বঞ্চিতরা দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। আর এদিনই দিল্লিতে কর্মসূচী সম্পর্কে বিস্তারিত ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক জানান, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে নয়া দিল্লির রাজঘাটে সমস্ত সাংসদ ও মন্ত্রীরা শান্তিপূর্ণ ভাবে বকেয়া কেন্দ্রীয় অর্থের দাবিতে ধরনায় বসবেন। একইসময়ে দিল্লির আন্দোলনের সংহতিতে ও গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে ‘গান্ধী গ্রামসভা’ আয়োজিত হবে। ৩ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ জমায়েত সংগঠিত করবে তৃণমূল কংগ্রেস। ওই দিন দিল্লির জনসভার লাইভ টেলিকাস্ট করা হবে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে।
এদিন নিজের ভার্চুয়াল বার্তায়, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল ও আম জনতাকে এই আন্দোলনের পাশে থাকার আবেদনও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।