Sambad Samakal

Prosenjit Chatterjee: ৬১’তেও ‘এভারগ্রিন’ প্রসেনজিৎ! ফিট থাকার রহস্যটা কী?

Sep 30, 2023 @ 11:43 am
Prosenjit Chatterjee: ৬১’তেও ‘এভারগ্রিন’ প্রসেনজিৎ! ফিট থাকার রহস্যটা কী?

৬১’তেও এবারগ্রিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! শনিবার ৩০ সেপ্টেম্বর ৬১ বছরে পদার্পণ করলেন টলিউডের বুম্বা’দা। যদিও তাঁকে দেখে ৬১ বছর বলে মনেই করবেনা কেউ! নিদারুণ ডায়েট ও আত্মসংযম দিয়ে নিজের বয়স এখন ৪০/৪৫-এই আটকে রেখেছেন তিনি। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দশম অবতারে’ প্রসেনজিতের লুক ফের চমকে দিয়েছে সকলকে।

তবে বুম্বা’দার ফিট থাকার রহস্যটা কী, জানেন? সারাদিনে তাঁর ডায়েট লিস্টে থাকে শুধুই ওটস, সুজি, ফল ও সবজি। শুধুমাত্র বেকড মাছ খান তিনি। বাইরের কোনও খাবার ছুঁয়েও দেখেননা প্রসেনজিৎ। সারাদিনে জল খান প্রচুর পরিমাণে। রাতে ডিনারে থাকে শুধু শশা আর দই।

Related Articles