সোমবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওপর থেকে দুর্যোগের প্রভাব কাটলেও, বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। যদিও এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।