রেশন দুর্নীতির টাকায় তৈরি করা হয়েছিল সিনেমা। প্রাথমিক তদন্তের পর এমনই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তদন্তকারীদের দাবি, কালো টাকা সাদা করতে সিনেমা নির্মাণে বিনিয়োগ করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বন্ধ বাকিবুর। সিনেমার পোস্টারে প্রযোজক হিসেবে তাঁর নামও প্রকাশিত হয়েছিল। ওই সিনেমায় অভিনয় করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। সেই সিনেমায় টলিউডের বেশ কিছু নামী অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন। এমনকী, ইডির দাবি, বলিউডের এক শিল্পীও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করছেন ওই সিনেমায়। আপাতত এ সংক্রান্ত আরও তথ্য জোগাড় করছেন তদন্তকারীরা।
