রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের পরে সোমবার দাদা দেবপ্রিয় মল্লিক হাজির হলেন সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে।
এদিন সকাল ১০টা নাগাদ একাধিক ফাইল হাতে ইডি দফতরে এসে পৌঁছন পেশায় চিকিৎসক জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। ২০১২ সাল থেকে তিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য। রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যরা আদৌ আর্থিকভাবে কতটা লাভবান হয়েছেন, সেই বিষয়টিই জানতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা।