তিন বছরে ১০ লক্ষ থেকে বেড়ে ১০ কোটি! আবার সাত বছরে তা কমে হয়ে গেল ৩ কোটি! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর সম্পদ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি হিসেবের ছবি প্রকাশ করেছেন কুণাল। সেখানে দেখা যাচ্ছে, ২০০৯ সালে নির্বাচনী হলফনামায় শিশির অধিকারী নিজের সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১০ লক্ষ। এরপরে ভোটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে মাত্র তিন বছরেই তাঁর সম্পদের পরিমাণ বেড়ে হয়ে যায় ১০ কোটি! ২০১২ সালে প্রধানমন্ত্রীর দফতরের ঘোষণায় সেই তথ্যই রয়েছে বলে দাবি কুণাল ঘোষের। ২০১৯ সালে সেই সম্পদের পরিমাণ আচমকা কমে গিয়ে ৩ কোটি টাকায় দাঁড়ায়।
তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, কোন জাদুবলে তিন বছরে এত সম্পদ বাড়ল শিশির অধিকারীর? আবার তা বিরাট মাত্রায় কমে গেলই’বা কীভাবে? বর্ষীয়ান রাজনীতিবিদের কাছ থেকে এই বিষয়ে ব্যখ্যা চেয়েছন কুণাল। যদিও এই বিষয়ে এখনও শিশির অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।