রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যজুড়ে মোট ১৬ যায়গায় একটানা তল্লাশি অভিযানে ইডি! শনিবার সকাল থেকে শুরু হয়ে রবিবার সকালেও চলছে ম্যারাথন তল্লাশি।
ইডি সূত্রে খবর, কলকাতার এজেসি বোস রোড, উত্তর চব্বিশ পরগনার সল্টলেক, বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া, ডোমজুড়, হুগলির রহড়া, নদিয়ার রাণাঘাট, হরিণঘাটায় চলছে তল্লাশি। চালকল, গমকল থেকে শুরু করে রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে এই অভিযান চলছে।