Sambad Samakal

Bhoot Chaturdashi: কালীপুজোর আগে আজ ভূত চতুর্দশী, কেন ১৪ বাতি-শাকের রীতি, জানেন?

Nov 11, 2023 @ 11:01 am
Bhoot Chaturdashi: কালীপুজোর আগে আজ ভূত চতুর্দশী, কেন ১৪ বাতি-শাকের রীতি, জানেন?

কালীপুজোর আগের দিন আজ শনিবার ভূত চতুর্দশী। অনেকেই এই দিনে ১৪ বাতি জ্বালিয়ে, ১৪ শাক খেয়ে উৎসব পালন করেন। কেন এই রীতি, জানেন? ভূত চতুর্দশীর সঙ্গে কি আদৌ ভৌতিক কোনও কিছুর যোগ রয়েছে? জেনে নিন এক নজরে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই নিয়ে হল পঞ্চভূত। মনে করা হয়, এই পঞ্চভূতের সমন্বয়েই তৈরি মানবদেহ। আসলে ভূত চতুর্দশীতে পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ-এই পঞ্চভূতকেই সম্মান জানানো হয়। এরসঙ্গে ভৌতিক বা অলৌকিক কোনও কিছুর যোগ নেই। শাস্ত্রমতে, চোদ্দলোকে যেখানে যেখানে জীবের অবস্থান, তাঁদের আলোকিত করার জন্যই ১৪ বাতি দেওয়া হয়।

অন্যদিকে, শাক এমন একটি জিনিস, যা সব স্থানেই জন্মায়। তাই ১৪ শাক খাওয়ার মাধ্যমে এই প্রার্থনা করা হয় যে, ১৪ লোকের সব জীবরা যেন অন্তত শাকে-ভাতে থাকতে পারে। এই জন্যই ১৪ শাক খাওয়া। ১৪ শাকের মধ্যে রয়েছে, ওল , ভাটপাতা, কেঁউ, শৌলফ, শাঞ্চে, কালকাসুন্দে, পলতা, বেতো, সরষে, নিম, গুলঞ্চ, শুষণী, হিঞ্চে ও জয়ন্তী।

Related Articles