দ্বীপান্বিতা অমাবস্যা উপলক্ষে রবিবার লাল বেনারসিতে সেজে উঠলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। বিকেল থেকেই শুরু হয়েছে বিশেষ পূজার্চনা।
এদিন সকাল থেকেই মা ভবতারিণীকে দর্শন করার জন্য হাজার হাজার পূণ্যার্থী ভিড় করেছিলেন। রাত যত বাড়ছে ততই দক্ষিণেশ্বরে ভিড় বাড়ছে। নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীও।