Sambad Samakal

Jagaddhatri Puja: অঙ্গদানে সচেতনা বৃদ্ধির প্রয়াস! লেজার শোয়ে কী বার্তা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়?

Nov 21, 2023 @ 6:36 pm
Jagaddhatri Puja: অঙ্গদানে সচেতনা বৃদ্ধির প্রয়াস! লেজার শোয়ে কী বার্তা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়?

অঙ্গদানে সচেতনা বৃদ্ধির প্রয়াস। আর এই প্রয়াসকে সফল করতে এবার জগদ্ধাত্রী পুজোকে বেছে নিল নারায়ণা হেলথ। উৎসবের আনন্দঘন মুহূর্তকেই বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ সচেতনতা প্রচারের মাধ্যম করেছেন। আর তাইতো তাঁরা আয়োজন করেছেন অভিনব এক লেজার শোয়ের। চন্দননগরের মধ্যাঞ্চলে ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর, নারায়ণা হেলথের চার দিন ব্যাপী এই লেজার শোয়ের থিম ‘মনে রেখো’। বিশেষ এই থিমে সন্ধ্যা ৬ টা থেকে লেজার শোয়ের মাধ্যমে পুরাণের নানা গল্পের পাশাপাশি ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেওয়া হচ্ছে অঙ্গদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে তাৎপর্যপূর্ণ বার্তা। মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে যাঁরা অন্যকে নতুন জীবন উপহার দিয়েছেন, তাঁদের কুর্নিশ জানানোর পাশাপাশি বারবার সাধারণ মানুষকে অঙ্গদানের অঙ্গীকারে এগিয়ে আসার বার্তা দেওয়া হচ্ছে এই লেজার শোয়ের মাধ্যমে। একই থিম ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপেও। মীরের ভাষ্যপাঠে সমগ্র অনুষ্ঠানটি স্বাভাবিক ভাবেই পেয়েছে এক অন্য মাত্রা।

নারায়াণা হেলথ-এর তরফে জানানো হয়েছে, কেউ এই উদ্যোগ ও প্রক্রিয়ার অংশ হতে চাইলে নারায়ণা হেলথের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করিয়ে অঙ্গদানের জন্য এগিয়ে আসতে পারেন। নোটো-র মাধ্যমে অস্ত্রোপচার নিয়ে ভাবনাচিন্তা করেন যাঁরা, তাঁদের সঙ্গে পরিচয় ও যোগাযোগের ব্যবস্থাও করে দেবে এই সংস্থা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নারায়ণা হেলথের গ্রুপ সিইও আর ভেঙ্কটেশ জানান, “আমরা বিশ্বাস করি ‘মনে রেখো’ মানুষকে অনুপ্রেরণা যোগাবে অঙ্গদানের মতো মহান কাজে ব্রতী হতে।” তাঁর মতে, “এই লেজার শোটি আসলে কাজে এগিয়ে আসার ডাক। যা সবার কাছে আর্জি রাখছে অঙ্গদানে অংশ হওয়ার পাশাপাশি মানুষকে সাহায্য করার এই উদ্যোগের সামিল হতে। এই সব মানুষ অন্য কোনও মানুষের আশার আলো হয়ে উঠতে পারবেন, এবং ভবিষ্যতে সেই মানুষের মধ্যে দিয়ে তিনিও জীবিত থাকবেন বহু দিন।”

Related Articles