নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে পায়ে হেঁটে দো’তলার এজলাসে যেতে পারেননি পার্থ। ভার্চুয়াল মোডেই তাঁর সঙ্গে কথা বলেন বিচারক।
এদিন বিচারকের কাছে পার্থ চট্টোপাধ্যায় জানান, তাঁর বাঁ পা লাগাতার ফুলছে। কার্যত চলৎশক্তিহীন হয়ে পড়ছেন। সম্ভবত জিডনির সমস্যার জন্য এই পরিস্থিতি। জেলেই পর্যাপ্ত চিকিৎসা ও ফিজিওথেরাপির করার জন্য আবেদন জানান বিচারকের কাছে। তবে এও জানান, চিকিৎসার জন্য এসএসকেএম বা অন্য হাসপাতালে যেতে চাননা তিনি।
সব শোনার পরে বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। জেলেই যাতে তাঁকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়, সেই দিকটি নিশ্চিত করতে সুপারকে নির্দেশও দেওয়া হয়েছে।