Sambad Samakal

Parambrata: জনপ্রিয় গায়কের প্রাক্তন স্ত্রী! কাকে বিয়ে করছেন অভিনেতা পরমব্রত?

Nov 27, 2023 @ 10:37 am
Parambrata: জনপ্রিয় গায়কের প্রাক্তন স্ত্রী! কাকে বিয়ে করছেন অভিনেতা পরমব্রত?

অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের অন্যতম হ্যান্ডসাম ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়! সোমবার অর্থাৎ ২৭ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। আর পাত্রী প্রায় সকলেরই চেনা। জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী।

প্রসঙ্গত, ২০২১ সালে যখন অনুপম-পিয়ার ছাড়াছাড়ি হয়েছিল, তখন কারণ হিসেবে পরমব্রতর নামই উঠে এসেছিল। যদিও সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন পরম, পিয়া দুজনেই। তবে শেষপর্যন্ত নিজের জীবনের ‘পরমসঙ্গী’ হিসেবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কেই বেছে নিলেন পিয়া।

Related Articles