আগামী ৩ ডিসেম্বর, রবিবার কলকাতা পুলিশে নিয়োগ পরীক্ষা। আর সেই কারণেই ওইদিন কলকাতায় চলবে স্পেশ্যাল মেট্রো। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
বিবৃতিতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত। ওইদিন চলবে অতিরিক্ত দু’টি আপ ও দু’টি ডাউন মেট্রো। প্রথম অতিরক্ত মেট্রো ছাড়বে সকাল ৭টার সময় কবি সুভাষ থেকে। যাবে দক্ষিণেশ্বর। একই সময়ে কবি সুভাষগামী অন্য একটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকেও। পরের অতরিক্ত মেট্রো ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর, আপ-ডাউন দুই লাইনেই একই সময়ে ছাড়বে দুটি মেট্রো। তবে ওই দিন বাকি মেট্রোগুলির সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে।