মমতার আপত্তিতেই শেষমেশ বাতিল হয়ে গেল ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক! জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবার ‘ইন্ডিয়া’র নির্ধারিত বৈঠক হচ্ছেনা। বদলে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিরোধী নেতারা একসঙ্গে বসতে পারেন বলে খবর।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হাজির হতে নিজের অপারগতার কথা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও বৈঠকে যোগ দেবেননা বলে জানিয়ে দেন। তামিলনাড়ুর আবহাওয়া খারাপ থাকার কারণে অনিশ্চিত হয়ে যায় স্ট্যালিনের উপস্থিতিও। ফলে শেষপর্যন্ত বাতিল হয়ে গেল বৈঠক।
তবে জানা যাচ্ছে, বুধবার লোকসভার বিরোধী দলের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন মল্লিকার্জুন খাড়গে। সেখানে সংসদের ভেতরে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের রণকৌশল চূড়ান্ত হতে পারে।