Sambad Samakal

Abhishek: প্রবীণদের জন্য বিশেষ ভাতা! ডায়মন্ড হারবারে কী উদ্যোগ অভিষেকের?

Dec 7, 2023 @ 6:04 pm
Abhishek: প্রবীণদের জন্য বিশেষ ভাতা! ডায়মন্ড হারবারে কী উদ্যোগ অভিষেকের?

যেমন কথা, তেমনই কাজ। ৬০ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রবীণদের জন্য ডায়মন্ড হারবার মডেল চালু করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্ধ্যতা ভাতার জন্য আবেদনকারী ডায়মন্ড হারবারে সমস্ত প্রবীণদের টাকা মেটানোর জন্য খোলা হল সাংসদ সহায়তা কেন্দ্র।

প্রসঙ্গত, গত মাসে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যে ৭০ হাজার মানুষ দুয়ারে সরকার শিবিরে নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নাম লিখিয়েছিলেন, তাঁদের সাধ্যমতো বার্ধক্য ভাতা দেওয়া হবে। স্থানীয় দেড় লক্ষ তৃণমূল কর্মীদের সহায়তায় সরকারের আগেই ভাতার ব্যবস্থা করবে দল, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক।

জানা যাচ্ছে, বার্ধক্য ভাতার টাকা মেটানোর জন্য ডায়মন্ড হারবারে মোট ২০৩টি ক্যাম্প করা হচ্ছে। সেখানেই প্রবীণরা ভাতার আবেদন করতে পারবেন। খুব দ্রুতই ভাতা দেওয়ার কাজ শুরু হবে বলে খবর।

Related Articles