বুধবারই কলকাতা থেকে উত্তরবঙ্গে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গেই পাহাড়ে একাধিক প্রশাসনিক কর্মসূচীও রয়েছে তাঁর। আর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন রাজ্য বিধানসভার অধিবেশন শেষে শুভেন্দু বলেন, “পাহাড়ে স্টেট স্পনসর্ড বিয়ে হচ্ছে। সেখানে সরকারি নীল বাতি লাগানো ব্যবহার হচ্ছে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে সরকারি টাকার অপব্যবহার করে ঘুরে বেড়াচ্ছেন। সমস্ত সরকারি ব্যবস্থাপনা কাজে লাগানো হচ্ছে।”