বুধবার সংসদ ভবনে স্মোক ক্যান নিয়ে হামলার ঘটনায়, বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত রয়েছে দু’ই কক্ষের অধিবেশন। বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলের সাংসদরা একসঙ্গে সরকারকে চেপে ধরে। শুরু হয়ে যায় তুমুল হট্টগোল। এরমধ্যেই রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়েনকে।
এদিন সংসদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন ডেরেক সহ বিরোধী দলের সদস্যরা। সেই সময়েই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তৎক্ষনাৎ ডেরেক’কে সভাকক্ষ ত্যাগ করার নির্দেশ দেন চেয়ারম্যান। পরে জানানো হয়, সাসপেন্ড করা হয়েছে ডেরেক’ও ব্রায়েনকে। শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোতে তিনি আর সংসদে আসতে পারবেননা।