কলকাতা সহ রাজ্যজুড়ে আচমকাই ঊর্ধ্বমুখী ডিমের দাম! প্রায় সর্বকালের রেকর্ড গড়ে কলকাতার খুচরো বাজারে একটি ডিমের দাম বেড়ে হয়েছে ৭ টাকা। জোড় কিনলে দাম পড়ছে ১৩ টাকা। ফলে পকেটে ছ্যাঁকা মধ্যবিত্তের!
তবে আচমকা এই দাম বৃদ্ধির কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাইকারি বাজারের ব্যবসায়ীদের দাবি, যোগান কম থাকায় দাম বেড়েছে। বড়দিনের আগে কেক তৈরির জন্য এই মুহূর্তে ডিমের ব্যাপক চাহিদা রয়েছে কেক কোম্পানিগুলোর কাছে। ব্যবসায়ীদের একাংশের মতে, এরফলেই লাফিয়ে বেড়েছে ডিমের দাম।