এবার নজরে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে কর্মরত আইপিএসদের সম্পত্তির ওপরে! জানা যাচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর সরকারকে চিঠি পাঠানো হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে পাঠানো চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে রাজ্যে কর্মরত সমস্ত আইপিএস অফিসারদের সম্পত্তির হিসেব জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টালে সমস্ত তথ্য জমা করতে হবে। এই কাজে কোনও বিলম্ব বা গাফিলতি বরদাস্ত করা হবেনা বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে।