আগামীকাল, মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। আর তারআগে সোমবার দলীয় সাংসদদের নিয়ে রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে নয়া দিল্লির বঙ্গভবনে বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে।
জানা যাচ্ছে, এদিন বৈঠকে চলতি শীতকালীন অধিবেশনের শেষ কয়েক দিনে দলীয় রণকৌশল নিয়োও আলোচনা হতে পারে। ইন্ডিয়া জোটের আসব সমঝোতার ক্ষেত্রে দলীয় অবস্থান সম্পর্কে সাংসদদের মতামতও শুনবেন মমতা। এছাড়াও লোকসভা ভোটের প্রস্তুতি নিয়েও সাংসদদের বার্তা দিতে পারেন তিনি। এদিনের বৈঠকে মমতার সঙ্গেই উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।