চব্বিশের নির্বাচনে বাংলায় ‘ইন্ডিয়া’ জোটের শরিক বাম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবে তৃণমূল! মঙ্গলবার নয়া দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় বাম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে মমতা বলেন, “কোনও একজনকে’তো বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে! ওঁদের যদি সত্যই সদিচ্ছা থাকে, তাহলে আমার কোনও এই বিষয়ে কথা বলতে কোনও অসুবিধা নেই। যদিও বাংলায় ওঁদের মাত্র ২টো আসন রয়েছে। আসন সমঝোতা নিয়ে আমি সবার সঙ্গে আলোচনা করতে রাজি, আমার কোনও সমস্যা নেই, অন্যদের কথা আমি বলতে পারবনা।”
এরসঙ্গেই মমতা আরও বলেন, “আসন সমঝোতা চূড়ান্ত করা খুব একটা সহজ নয়। তবে বড় কয়েকটি দল একমত হলে, বাকিরাও হবে। আমি নিজের মত অন্যদের ওপর চাপিয়ে দিতে চাইনা। আগামীকাল এবিষয়ে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে।ঐক্যবদ্ধভাবে একের বিরুদ্ধে এক নীতিতে জোটের প্রার্থী ঠিক করতে পারলে, বিজেপিকে হারানো সম্ভব।”