ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়! মঙ্গলবার জোটের বৈঠক শেষে এমনই খবর পাওয়া যাচ্ছে। এদিনের বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বাংলার মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেন বলে খবর।
অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো নিজে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গের নাম প্রস্তাব করেছেন বলে জানা যাচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল, দু’জনের নামের প্রস্তাবের সঙ্গেই সহমত প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে।
বৈঠকের মধ্যেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজের নামের প্রস্তাব সম্পর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “আগে আমরা জিতি, তারপর দেখা যাবে। আমার কোনও পদের প্রতি মোহ নেই।”
যদিও ইন্ডিয়া জোটের এদিনের বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেননা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে আসন মসঝোতা, জনসংযোগ অভিযান সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। খুব দ্রুতই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।