বুধবার সন্ধ্যায় আচমকাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে উপস্থিত হলেন ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিচাীপতির বাড়ির সামনে জমায়েত হন আন্দোলনকারীরা।
দেখতে পেয়েই বাড়ির বাইরে বেরিয়ে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কথা বলেন চাকরিপ্রার্থীদের সামনে। তাঁকে ‘ভগবান’ বলে সম্বোধন করে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন আন্দোলনকারী।
চাকরিপ্রার্থীদের স্বান্তনা দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কান্নাকাটি করবেন না। দেশের আইন এখনও এমন রয়েছে যেখানে নিজের হকের অধিকার পাওয়া যায়। আমার ভাল লাগল আপনারা এলেন, চাকরি পাবেন কিনা, সেটা বলতে পারবনা। যেটা আইনে রয়েছে, সেটাই হবে।”