নতুন বছরের ১ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা! শুক্রবার কলকাতায় খাদ্যভবনের সামনে বিক্ষোভ থেকে এই হুঁশিয়ারি দিলেন তাঁরা।
রেশন ডিলারদের দাবি, অবিলম্বে কমিশন না বাড়ালে মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে রেশন ডিলাররা যে কমিশন পান তাতে সংসার চালানো অসম্ভব হবেই দাবি তাঁদের। এদিন খাদ্যভবনে সরকারি আধিকারিকদের কাছে ডেপুটেশনও জমা দেন বিক্ষোভকারী রেশন ডিলাররা।