শনিবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আরও চড়বে তাপমাত্রার পারদ। উষ্ণ ডিসেম্বর মাসের শেষে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি কার্যত উধাও হয়েছে। যদিও সন্ধ্যের পরে হালকা ঠান্ডার আমেজ বজায় থাকছে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।