রেশন দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। একটানা ১৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পরে শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।
এরপরে শংকরকে নিজেদের হেফাজতে নিয়ে ফেরার সময়ে ফের আক্রমণের সম্মুখীন হন ইডির তদন্তকারীরা। ইডির গাড়ি লক্ষ করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে শংকরের বাড়ি সামনে উপস্থিত তাঁর অনুগামীদের লাঠি উঁচিয়ে তাড়া করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তড়িঘড়ি কড়া নিরাপত্তার মাঝে এলাকা ছাড়েন ইডির আধিকারিকরা। জানা যাচ্ছে, শনিবার দুপুরের দিকে ধৃত শংকর আঢ্যকে আদালতে পেশ করা হতে পারে।