অত্যন্ত সংকটজনক প্রখ্যাত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান! জানা যাচ্ছে, এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। তবে চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না রাশিদ খান। তড়িঘড়ি গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড।
পরিবার সূত্রে খবর, প্রস্টেট ক্যান্সার নিয়ে দীর্ঘ প্রায় দু’মাস ধরে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উস্তাদ রাশিদ খান। এরমধ্যেই আচমকা সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। ফলে এই মুহূর্তে অত্যন্ত জটিল হয়ে গিয়েছে পরিস্থিতি। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন সাপোর্ট দিয়েও বিশেষ কাজ হচ্ছেনা। পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।