আগামী সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আর ওই দিন বাংলায় আইনশৃঙ্খলা রক্ষায় ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে নবান্নে চিঠি পাঠাল রাজভবন।
জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই এই বিষয়ে ইমেইল পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিবকে। জানতে চাওয়া হয়েছে, ২২ জানুয়ারি কলকাতা সহ রাজ্যজুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী রয়েছে, অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধনের দিন একাধিক ধর্মীয় সংগঠনের কর্মসূচীও রয়েছে, এই বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য? অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা, তাও জানতে চাওয়া হয়েছে।