Sambad Samakal

Abhisek Banerjee: প্রতিশ্রুতি পূরণ! ধূপগুড়ি পৃথক মাহকুমার বিজ্ঞপ্তি পোস্ট করে কী মনে করলেন অভিষেক?

Jan 19, 2024 @ 3:53 pm
Abhisek Banerjee: প্রতিশ্রুতি পূরণ! ধূপগুড়ি পৃথক মাহকুমার বিজ্ঞপ্তি পোস্ট করে কী মনে করলেন অভিষেক?

আবারও প্রতিশ্রুতি পূরণ। একুশের বিধানসভা ভোটের আগে ধূপগুড়িবাসীকে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন মা মাটি মানুষের নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে ধূপগুড়ি উপনির্বাচনে ফের সেই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এইবার সত্যি হল ধূপগুড়িবাসীর সেই স্বপ্ন। ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে আইনি জট কেটে যাওয়ার কথা বৃহস্পতিবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতেই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিশ্রুতি পূরণের কথা মনে করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল।’’
স্মৃতি রোমন্থন করে অভিষেক লিখেছেন, ‘‘গত ২ সেপ্টেম্বর আমি কথা দিয়েছিলাম, ধূপগুড়িকে পৃথক মহকুমায় উন্নীত করা হবে। আমাদের মা-মাটি-মানুষের সরকার তা পূরণ করেছে। মাইল মাইল দূর থেকেও আমি আজ সেখানকার মানুষের উদ্বেল হওয়া মুখগুলি দেখতে পাচ্ছি।’’

২০২১ সালের বিধানসভা ভোটের আগে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতাও আশ্বাস দিয়েছিলেন পৃথক মহকুমার। এরমধ্যেই ধূপগুড়িতে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ফের পৃথক মহকুনার দাবি ওঠে। ধূপগুড়িতে ভোট ছিল গত বছরের ৫ সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর শেষ পর্বের প্রচারে গিয়ে অভিষেক বলেছিলেন, ‘‘আমি কথা দিয়ে গেলাম। তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম।’’

ভোটের ফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে সিলমোহর পড়েছিল। কিন্তু তা বিভিন্ন আইনি জটে সেই পদক্ষেপ আটকে ছিল। এবার সেই জট কাটল।

Related Articles