প্রাণ প্রতিষ্ঠার পরে মঙ্গলবার সকাল থেকেই রামলালাকে একবার দর্শন করতে লক্ষ লক্ষ পূণ্যার্থী ভিড় করেছেন অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের সামনে। আর সেই পূণ্যার্থীদের ভিড়ের চাপেই ভাঙল পুলিশের ব্যারিকেড!
এদিন দুপুরে অযোধ্যায় রামমন্দিরের সামনে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। লক্ষ লক্ষ পূণ্যার্থী পুলিশের ব্যারিকেড ঢেলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চাপে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন। এরপরে পরিস্থিতি সামাল দিতে পথে নামানো হয় আধাসেনা, র্যাফ সহ বিশাল পুলিশবাহিনী। এই মুহূর্তে একাধিক ব্যারিকেড তৈরি করে ধীরে ধীরে পূণ্যার্থীদের মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। অযোধ্যা প্রশাসনের পক্ষ থেকে পূণ্যার্থীদের রামমন্দির দর্শনে আসতে নিষেধ করা হয়েছে।